গোলাকার পৃথিবীতে মানুষের পছন্দের পরিধিও চক্রাকারে ঘুরতে থাকে যার ফলে এখন অনেকেই আধুনিক পিছন সিট উচু ডিজাইনের বাইক ছেড়ে লিজেন্ড ক্লাসিক ডিজাইনের মজবুত বডি সমৃদ্ধ বাইকক্র পছন্দের তালিকায় উপরে রাখছেন। সেই ধারাবাহিকতায় গ্লোবাল টিভিএস কোম্পানি নিয়্র এসেছে টিভিএস রেডিয়ন-১১০ সিসির বাইকটি।
বাংলাদেশের রয়েল এনফিল্ড হিসাবে খ্যাত টিভিএস রেডিয়ন-১১০ সিসির বাইকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখে নেওয়া যাক। ৪ গিয়ার বিশিষ্ট ১০৯.৭ সিসির এয়ারকুল ইঞ্জিনের বাইকটিতে রয়েছে সেল্ফ ও কিক স্টার্টিং সিস্টেম। বাইকটির ইঞ্জিনের Max Power 8.3 bhp @ 7000 RPM, Max Torque 8.7 NM @ 5000 RPM যার ফলে বাইকটিতে রাইডার রেডিপিকাপের অনুভূতি পাবেন। বাইকটির ব্রেকিং সিস্টেম সম্পর্কে না বললেই নয়।
এতে রয়েছে সর্বাধুনিক CBS(Combine Breaking System) যার ফলে বাইকটির চাকা স্কিডের সম্ভাবনা থাকবে না এবং নতুন রাইডাররা চাইলেই শুধুমাত্র পায়ের ব্রেক চেপে খুব দ্রুত বাইককে নিয়ন্ত্রণ করতে পারবে। এছাড়া হাত ও পায়ের ব্রেকের সমন্বয় তো আগের মত থাকছেই। এটা এমন একটা সিস্টেম যেখানে ৩০ শতাংশ ব্রেকিং দূরত্ব হ্রাস করে বাইকারের কনফিডেন্স ও নিরাপত্তা বৃদ্ধি করবে।
মজবুত মেটাল বডি সমৃদ্ধ ১১২ কেজি ওজন ও ১০ লিটার ফুয়েল ট্যাঙ্ক সমৃদ্ধ বাইকটিতে সামনে ২.৭৫×১৮ এবং পিছনে ৩.০০×১৮ টায়ার রয়েছে যেখানে উভয় চাকাই টিউবলেস(জেল ভরে চালানো যাবে)। এই বাইকের চাকা অপেক্ষাকৃত মোটা এবং টায়ার ডুয়েল পারপাস (নিঞ্জা প্যাটার্নের হওয়ায়) ভাঙ্গা ও কাদার রাস্তায় দেবে অপেক্ষাকৃত আরামদায়ক ভ্রমণ। ১৮০ মি.মি. লং গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সামনে টেলিস্কোপিক সাসপেনশন ও পিছনে ডুয়েল শক সাসপেনশন আপনাকে দেবে বেটার ব্যালেন্স ও আরামদায়ক ব্যাথাহীন ভ্রমন। বাইকটির মাইলেজ কোম্পানির দাবি অনুসারে ৬৯ কি.মি. প্রতি লিটার।
তবে ঢাকা শহরে আমাদের গ্রাহকরা ৬০-৬৫ কি.মি. প্রতি লিটারে মাইলেজ পেয়ে থাকেন বলে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বাইকটির বর্তমান বাজারমূল্য ১,০২,২০০ বিশেষ মূল্য ৯৯,০০০ টাকা। সারা বাংলাদেশের ন্যায় বাইকটি পাওয়া যাচ্ছে আমাদের টিভিএস সেলস পয়েন্ট শোরুমে।
Aami tvs radion instalments e nite chai
Please Call For Bike Loan 01721885737
আমি টি ভি এস নিও মডেল বাইক নিতে চাই
Aami tvs radion instalments e nite chai
Will it come with disk break?
ডিস্ক ব্রেক আপাতত বাংলাদেশ এ নাই তবে সামনে আসবে ইন্সাআল্লাহ
Kisti te nite chacchi?. Down payment koto % hobe.?
I have no bank statement, but I will pay…
Amar location 60 feet e.
Dx sraban vai ame ride shear kori.
Ame tvs er 4v bike or pusar 150 nity chassi loan e.ei jonno amar ki ki papers lagby & koto taka down payment korty hoby.kindly janaly upokrito hobo.tnx